নজরুল বিশ্ববিদ্যালয়ে “ঘ” ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত; প্রক্সি দেয়ায় আটক ২

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীর “ঘ” ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা রবিবার অনুষ্ঠিত হয়েছে। “ঘ” ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বিজোড় রোল নম্বরধারী পরীক্ষার্থীদের পরীক্ষা সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে এবং জোড় রোল নম্বরধারী পরীক্ষার্থীদের পরীক্ষা বিকাল ৩ টায় অনুষ্ঠিত হচ্ছে। একজনের বিপরীতে অন্য জনের পরীক্ষায় অংশগ্রহনের দায়ে ২জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
সকাল ১১ টা থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ৩টি কেন্দ্রে একযোগে পরীক্ষায় বসেছেন ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা। ১০০ নম্বরের এক ঘন্টাব্যাপী পরীক্ষা শেষ হয় ১২ টায়।
“ঘ” ইউনিটের ১৮০ টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেন ৭ হাজার ৮৪ জন শিক্ষার্থী। এবছর “ঘ” ইউনিটে ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে ৩৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি যুদ্ধে অংশ নিচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, এবার পরীক্ষা হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন, কিংবা যেকোন ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস নিষিদ্ধ ছিল।
ভর্তি পরীক্ষা ও রিজাল্ট সংক্রান্ত বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.jkkniu.edu.bd থেকে জানা যাবে।
আগামী কাল ২৩নভেম্বর সোমবার অনুষ্ঠিত হবে “গ” ইউনিটের ভর্তি পরীক্ষা। ২৪নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হবে “খ” ইউনিটের ভর্তি পরীক্ষা। ২৫নভেম্বর বুধবার অনুষ্ঠিত হবে “ক” ইউনিটের ভর্তি পরীক্ষা। ২৬নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে “ঙ” ইউনিটের ভর্তি পরীক্ষা।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয়ের “ঘ” ইউনিটের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায় আজ রবিবার “ঘ” ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল (১১ টা থেকে ১২টা) শিফট চলাকালে বিজ্ঞান ভবনের ৩য় তলা এবং ৫ম তলা থেকে প্রক্সির অভিযোগে মোঃ মিন্টু মিয়া এবং আবুল কালাম নামে ২জন শিক্ষার্থীকে আটক করা হয়। উভয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হলের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মিডিয়া কমিটির সভাপতি প্রফেসর ড. রশিদুন নবী জানিয়েছেন, ভর্তি পরীক্ষায় প্রক্সির অভিযোগে ২জনকে আটক করে সঙ্গে সঙ্গে পুলিশের হাতে সোপার্দ করা হয়।
দিনের শেষাংশে শুরু হয়েছে জোড় নাম্বারের পরীক্ষা। শেষ খবর পাওয়া পর্যন্ত কোন অনিয়মের খবর পাওয়া যায়নি।