ভালুকায় ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার: স্ত্রী ও ছেলে আটক
ভালুকায় শশুরবাড়িতে হারুর অর রশিদ (৪২) নামে এক মনোহারী ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার আঙ্গারগাড়া গ্রামে তার শ^শুরবাড়ির পার্শ্বের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় নিহতের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ও ছেলেকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাশর্^বর্তী সখীপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে হারুন অর রশিদ ১৭ বছর পূর্বে ভালুকা উপজেলার আঙ্গারগাড়া গ্রামের শামছুল হকের মেয়ে ছামনা খাতুনকে (৩৪) বিয়ে করেন। বিয়ের পর তিনি শ^শুরালয়ে অবস্থান করে স্থানীয় আঙ্গারগাড়া বাজারে মনোহারীর ব্যবসায় করে আসছিলেন। দাম্পত্য জীবনে তাদের আব্দুস সামাদ (১৬) নামে এক ছেলে ও হাসি (১১) নামে এক মেয়ে সন্তান রয়েছে। মঙ্গলবার সকালে হারুন অর রশিদের লাশ তার শ^শুর বাড়ির পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।
পরে দুপুরে ভালুকা মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহত হারুন অর রশিদের স্ত্রী ছামনা খাতুন ও ছেলে সামাদকে আটক করেছে পুলিশ।
লাশ উদ্ধারকারী ভালুকা মডেল থানার ওসি মামুন অর রশিদ জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ও ছেলেকে আটক করা হয়েছে।