ভালুকাভালুকা পৌরসভাসারা ভালুকা
ভালুকায় জাতীয় বিদ্যুত সপ্তাহ উৎযাপন
ময়মনসিংহের ভালুকায় আলোর পথে আরোও এগিয়ে শ্লোগানকে সামনে রেখে বিদুৎ ও জ্বালানী সপ্তাহ উৎযাপিত হয়েছে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর উদ্যোগে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্নাঢ্য র্যালী বের করে। র্যালী শেষে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পল্লী বিদ্যু সমিতি-২ এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা, উপজেলা সহকরী কমিশনার (ভূমি) সাখাওয়াত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, আবাসিক প্রকৌশলী শাহ আলম ও পল্লী বিদ্যুৎ এর এ জি এম (এম এস) তাজুল ইসলাম ভূইয়া প্রমুখ।