ভালুকা পৌরসভাসারা ভালুকা
ভালুকায় নিবন্ধন বিহীন মোটরসাইকেল চালকদের জরিমানা
ভালুকা নিউজ ডট কম, স্টাফ রির্পোটার: ময়মনসিংহের ভালুকায় আসন্ন পৌর নির্বাচনে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত হোসেনের নেতৃত্বাধীন একটি ভ্রাম্যমান আদালত পৌরসভার পাঁচরাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে নিবন্ধন বিহীন ২৭ টি মটরসাইকেল আটক করে। পরে তাদের প্রত্যেকের নিকট থেকে ৫০০ টাকা করে মোট ১৩ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়। সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত হোসেন জানান, ১৩৮ ধারায় মোটর বাইক চালকদের এ সাজা প্রদান করা হয়। সামনে এ অভিযান অব্যাহত থাকবে।