ভালুকা পৌরসভাসারা ভালুকা
ভালুকায় জিয়া ব্রিগেড কেন্দ্রীয় নেতা আবুল হোসেনের ব্যাপক গণসংযোগ

৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ভালুকা পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ভালুকায় ধানের শীষের পক্ষে ব্যাপক নির্বাচনী গণসংযোগ করেছেন জিয়া ব্রিগেড কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ¦ আবুল হোসেন। (রোববার ২৭ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ভালুকা বাজার, ৮ নম্বর ওয়ার্ড কাঠালী ও ৭ নম্বর ওয়ার্ড খারুয়ালী এলাকার ভোটার কাছে নির্বাচনী হ্যান্ডবিল বিতরণসহ ধানের শীষের পক্ষে ভোট প্রার্থণা করেন। এ সময় বিএনপির মনোনীত মেয়র প্রার্থী আলহাজ¦ হাতেম খানসহ জিয়া ব্রিগেড ভালুকা উপজেলা শাখার আহবায়ক প্রভাষক মাহফুজুর রহমান খান (সারোয়ার), সিনিয়র যুগ্ম আহবায়ক প্রভাষক সৈয়দ আনোয়ার পারভেজ ও যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল ইসলামসহ অর্ধশতাধিক নেতা-কর্মী সাথে ছিলেন।