ভালুকায় পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ৫
স্টাফ রির্পোটার, ভালুকা নিউজ ডট কম: ভালুকায় পৃথক সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত ও কমপক্ষে ৫ জন আহত হয়েছে।
জানা যায়, শনিবার (২জানুয়ারী) দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হাজির বাজার নামক স্থানে নেত্রকোনা হতে ছেড়ে আসা ঢাকাগামী কনকচাপা পরিবহন ঢাকা-মেট্রো-ব-১৪-৫০৪৪ এর সাথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখী সংঘর্ষ হলে বাসটির সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায়। এতে বাসের কমপক্ষে ৫ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে ফায়ার সাভির্স কর্মীরা আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে হাইওয়ে পুলিশ রেকারের সাহায্যে দুর্ঘটনা কবলিত বাসটি রাস্তা থেকে সরিয়ে নেয়।
অপরদিকে শুক্রবার (০১জানুয়ারী) রাত সাড়ে ৮ টার দিকে ভালুকা- ঘাটাইল সড়কের ভরাডোবা কডো মার্কেট নামক স্থানে সি এন জির সাথে সংঘর্ষে আল আমীন (২৩) নামে এক মটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
এলাককাবাসী সূত্রে জানা যায় উপজেলার ধলিয়া গ্রামের আবুল কালাম মাষ্টারের ছেলে আল আমীন তার নানাবাড়ী মেদুয়ারী গ্রাম থেকে মোটর সাইকেল যোগে ভরাডোবা যাওয়ার পথে উল্লেখিত স্থানে একটি অজ্ঞাত সি এন জির সাথে সংঘর্ষে রাস্তায় মোটর সাইকেল নিয়ে পড়ে যায়। এতে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।