সারা ভালুকাহবিরবাড়ি
ভালুকায় লেগুনা চাপায় নিরাপত্তা প্রহরী নিহত
ভালুকা নিউজ ডট কম: ময়মনসিংহের ভালুকায় ডিউটিতে যাওয়ার পথে লেগুনা চাপায় এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছে।
থানা সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ী ইউয়িনের বেলাটিয়াপাড়ার ওয়াইদুল ইসলাম (৫০) প্রতিদিনের মতো সোমবার (১১ জানুয়ারী) সকাল ৬টায় সাইকেল যোগে এম এল ডাইয়িং মিলের ডিউটি শেষ করে বাড়ি যাওয়ার পথে বেলা ডাইয়িং এর সামনে এলে পেছন থেকে একটি লেগুনা চাপা দিলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।