ভালুকায় টিসিসি ওপেন ব্যাডমিন্টন টূর্ণামেন্ট/১৬ইং রেজিস্ট্রেশন শুরু
ভালুকা নিউজ ডট কম: ভালুকার একটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন “দি চ্যারিটেবল সার্কেল (টিসিসি)’’ এর তরুণ সদস্যদের উদ্যোগে মাস্টারবাড়ী (ওয়াল্টন প্লাজার পিছনে) আগামী ২৬ জানুয়ারী থেকে শুরু হতে যাচ্ছে ৩২ দলের অংশ গ্রহনে সম্পুন্ন নকআউট পদ্ধতিতে টিসিসি ওপেন ব্যাডমিন্টন টূর্ণামেন্ট ২০১৬ইং ।
আয়োজক টিসিসি কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়- পুরুষ ডাবল /ডি ৪৫ শাটল/ফ্লাড লাইট সবার জন্য উন্মুক্ত। যার ট্যাম্পিয়ান ট্রফি ১৫ হাজার টাকা এবং রানার আপ ট্রফি ১০ হাজার টাকা । খেলার রেজিস্ট্রেশন ফি ১ হাজার টাকা । রেজেস্ট্রেশনের শেষ তারিখ ২৪ জানুয়ারী ২০১৬ইং । আরও বিস্তারিত জানতে বা রেজিস্ট্রেশন করতে ০১৬৭৫-৪১৪৯৩২ অথবা ০১৭১৪-৫৮৭৫৬১ এই দুটি মোবাইল নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে ।
টিসিসি ওপেন ব্যাডমিন্টন টূর্ণামেন্ট ২০১৬ইং এর মিডিয়া পার্টনার-
ভালুকা ডট কম (www.valuka.com) ও ভালুকা নিউজ ডট কম (www.bhalukanews.com)
সংবাদ বিজ্ঞপ্তি
মো: খাইরুল ইসলাম
সদস্য দি চ্যারিটেবল সার্কেল (টিসিসি)