ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ : আহত ৪
ভালুকা নিউজ ডট কম: ভালুকা উপজেলায় ট্রাকের ধাক্কায় এ্যাম্বুলেন্স খাদে পড়ে নবজাতক ভাগিনার লাশ নিয়ে বাড়ি ফেড়ার পথে মামার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় এ্যাম্বুলেন্সের আরো ৪ যাত্রী গুরুতর আহত হয়েছেন। ঘটনটি ঘটেছে মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হাজিরবাজার নামক স্থানে।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্রগ্রাম মেডিক্যাল কলেজ থেকে নবজাতক মৃত ভাগিনার লাশ নিয়ে এ্যা¤ু^লেন্স যোগে গফরগাঁও উপজেলার লক্ষীপুর গ্রামের মোজাম্মেল হক মাষ্টারের ছেলে ইয়াকুব আলী (৩৫) বাড়ি ফিরছিলেন। সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা উপজেলার হাজিরবাজার নামক স্থানে পৌছলে ময়নসসিংহগামী একটি অজ্ঞাত ট্রাক পেছন থেকে এ্যাম্বুলেন্সকে ধাক্কা দিলে এ্যাম্বুলেন্সটি ছিটকে গভীর খাদে পড়ে যায়। এ সময় ইয়াকুব আলী ঘটনাস্থলেই মারা যান এবং এ্যাম্বুলেন্স যাত্রী ত্রিশালের মাগুরজোড়া গ্রামের মফিজুল ইসলামের ছেলে মোজাম্মেল হক (২৫), চট্রগ্রামের খুলশি গ্রামের আহমদ আলীর ছেলে ইন্নাজ আলী (২৮) এ্যাম্বুলেন্স চালক চট্রগ্রামের স্বপন (৩০) ও তার সহকারী রাজু (২৭) আহত হয়েছেন। আহতদের ভালুকা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।