সাহিত্য সংবাদসাহিত্য সাধনা

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’১৬ পেলেন যারা

ভালুকা নিউজ ডট কম: এ বছর বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার পেয়েছেন দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ১১ জন বিশিষ্ট কবি, লেখক, গবেষক ও শিক্ষাবিদ। বৃহস্পতিবার ড. মুহাম্মদ শহীদুল্লাহ ভবনের মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার ২০১৬ ঘোষণা করেন।

পুরস্কার প্রাপ্তগণ হলেন, কবিতায় আলতাফ হোসেন, কথা সাহিত্যে শাহীন আখতার, প্রবন্ধে যৌথভাবে আবুল মোমেন ও আতিউর রহমান, গবেষণায় মনিরুজ্জামান, অনুবাদে আবদুস মেলিম, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে তাজুল মোহাম্মদ, আত্মজীবনী/ স্মৃতিকথা/ ভ্রমণে ফারুক চৌধুরী, নাটকে মাসুম রেজা, বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশে শরীফ খান, শিশুসাহিত্যে সুজন বড়ুয়া। অমর একুশে বইমেলার উদ্ভোধনী অনুষ্ঠানে ১ ফ্রেরুয়ারি প্রধানন্ত্রী তাদের হাতে এ পুরস্কার তুলে দিবেন। সাহিত্য পুরস্কার ২০১৬ নির্বাচনী কমিটি মোট ১০টি ক্যাটাগরিতে সাহিত্য পুরস্কারের জন্য ১১জনকে মনোনীত করে।

এ ক্ষেত্রে প্রবদ্ধে আবুল মোমেন ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানকে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও রবীন্দ্রনাথের উপর প্রবন্ধ রচনায় অনন্য অবদানের জন্য যৌথভাবে মনোনীত করা হয়। প্রতিটি বিভাগে পুরস্কারের মূল্যমান এক লক্ষ টাকা এবং সাহিত্য পুরস্কার প্রাপ্তদের পুরস্কারের অর্থের সঙ্গে সম্মাননাপত্র ও সম্মাননা প্রতীক প্রদান করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button