ফাঁসির অভিনয় করে মঞ্চেই মৃত্যু হল অভিনেতার

ভালুকা নিউজ ডটকম: অভিনয় করতে করতে মারা গেলেন ইতালির এক অভিনেতা। হতভাগ্য ওই অভিনেতার নাম রাফায়েল শুমেখার। খবর বিবিসির।
রাফায়েল শুমেখার মঞ্চে ফাঁসির দৃশে অভিনয় করছিলেন। দর্শকরা উপভোগ করছিলেন তার অভিনয়। এরই মধ্যে তিনি ফাঁসি দৃশ্য মঞ্চায়ন করতে গিয়ে গলায় দড়ি পেঁচান। কিন্তু সে দড়ি ছিল তার মৃত্যু দড়ি। এটি মঞ্চের সামনে বসা এক চিকিৎসক দর্শক টের পান। তিনি শিগগিরি মঞ্চে উঠে অভিনেতাকে বাঁচাতে যান। ততক্ষণে রাফায়েল শুমেখারের যা ক্ষতি হবার তা হয়ে গেছে। তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। গত ৩০ জানুয়ারি শনিবার থেকে কোমায় ছিলেন রাফায়েল শুমেখারের। বৃহস্পতিবার তাকে ক্লিনিক্যালি মৃত বলেন ইতালির চিকিৎসকরা।
কোমায় যাওয়ার পর গত রবিবার থেকে রাফায়েল শুমাখারের শরীর খারাপ হতে থাকে। বৃহস্পতিবার তার তার মৃত্যু নিশ্চিত করে হাসপাতাল কর্তৃপক্ষ। মৃত্যুর আগে গুনী এই শিল্পী নিজের অঙ্গ দান করে দিয়ে গেছেন।