ভালুকায় ২হাজার ২শত পিচ ইয়াবা ও অস্ত্রসহ আটক-২

ভালুকা নিউজ ডট কম: ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ঝালপাঁজা গ্রাম থেকে শুক্রবার (১৯ফেব্রুয়ারী) রাতে ভালুকা মডেল থানার পুলিশ দুই হাজার দুইশত পিচ ইয়াবা, দেশিয় আস্ত্র সহ দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছে ভালুকা মডেল থানায়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ঝালপাঁজা গ্রামের একাব্বর আলীর বাড়িতে ভালুকা মডেল থানার অফিসার-ইন-চার্জ মামুন-অর-রশিদ, ওসি (তদন্ত) হজরত আলী, সেকেন্ড অফিসার এস,আই ফয়েজুর রহমান ও এ,এস,আই রূপম সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী ঝালপাঁজা গ্রামের জামাল উদ্দিন(৪৫) ও তার সহযোগী জাকির হোসেন(২৮)কে ২২শত পিচ ইয়াবা,২টি বড় বড় রাম দা, ১টি চাপাতি সহ আটক করে।
পুলিশের অভিযোগ, তারা দীর্ঘ দিন যাবত দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকারী দামে ইয়াবা এনে খুচরা দামে ভালুকা সহ আশপাশের উপজেলায় বিক্রি করতো।
এ ঘটনায় সেকেন্ড অফিসার এস,আই ফয়েজুর রহমান বাদী হয়ে দু,জনের নাম উল্লেখ করে ১টি মাদক দ্রব্য আইনে ও অপরটি অস্ত্র আইনে মামলা করেন। আসামীদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।