মিডিয়া দেশ-বিদেশ
ফেসবুকের নতুন পাঁচ বাটন
ফেসবুক ব্যবহারকারীরা এখন থেকে অনুভূতি প্রকাশের জন্য লাইকের পাশাপাশি আরো পাঁচটি বাটন ব্যবহার করতে পারবেন। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পোস্টে লাইকের পাশাপাশি এখন ভালোবাসা, অট্টহাসি, অবাক, দুঃখ এবং রাগের অনুভূতিও প্রকাশ করা যাবে।
এর আগে লাইকের পাশাপাশি আনলাইক বাটনের কথা উঠেছিল। তবে সরাসরি আনলাইকের রাস্তায় না হেঁটে ভিন্ন রকমের আরও পাঁচটি অনুভূতি প্রকাশের বাটন চালু করলো ফেসবুক কর্তৃপক্ষ।
নতুন এসব বাটন চালুর কথা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ। ফেসবুক পোস্ট দেখলে সবসময় ভালো নাও লাগতে পারে। কিছু কিছু পোস্ট থেকে হতাশা কিংবা দুঃখও হয়। আবার প্রবল হাসিও পেতে পারে। সব ধরনের অনুভূতি প্রকাশের জন্য নতুন বাটন চালু করা হলো।