ভালুকায় রুমা শিক্ষা একাডেমি’র বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান
ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়ায় অবস্থিত রুমা শিক্ষা একাডেমি’র বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান-২০১৬ নানা আয়োজনের মধ্য দিয়ে ২৬ ফেব্রুয়ারী শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আঃ কাদির মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী আলহাজ্ব মোঃ সালাহ্ উদ্দিন সরকার, পতাকা উত্তোলন করেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আব্দুছ সাত্তার মাস্টার ও মোঃ মোবারক হোসেন খান, উদ্ভোধন করেন ১০ নং হবিরবাড়ী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল, প্রতিষ্ঠাতা মোঃ হেলাল উদ্দিন মাস্টার, পরিচালক মোছাঃ হোসনা আক্তার, সহ-পরিচালক মোছাঃ হাসনা আক্তার ইমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও তরুন ব্যবসায়ী মেধাসিড়ি মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ আবু হানিফা প্রধান, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী আব্দুর রাশিদ ঢালী, যুবলীগ নেতা খলিলুর রহমান মাসুদ, কামরুল ইসলাম কামরুল, শাহজাহান মিয়া, আঃ রউফ মিয়া, মতিউর রহমান মতি, মোঃ জুয়েল আহম্মেদ, এস এম রাজু সরকার প্রমুখ।