আঞ্চলিকতাপ্রাণের বাংলাদেশ
ভালুকায় ২২০ জন দুস্থ নারী-পুরুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান
ভালুকা নিউজ ডট কম: ভালুকা উপজেলায় ২২০ জন দুস্থ নারী-পুরুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেয়া হয়েছে। শুক্রবার সকাল থেকে বিকেল ৩ টা পর্যন্ত উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন সোনার বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে আসপাডা পরিবেশ উন্নয়ন ফান্ডেশনের উদ্যোগে আয়োজিত চক্ষু শিবিরে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। আসপাডা ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচির আওতায় স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের অংশ হিসেবে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানী অপারেশন করা হয়। কর্মসূচির উদ্বোধান করেন, আসপাডার উপপরিচালক (এমএফ) সুদেব চন্দ্র রায়। এ সময় উপস্থিত ছিলেন, সমৃদ্ধি কর্মসূচির কোঅর্ডিনেটর আসিফ রায়হান (তপন), চক্ষু বিশেষজ্ঞ ডা: মো. তানভীর আহমেদ প্রমূখ। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎকসহ প্যারামেডিক্স ৭ জন, সেবিকা ৩৮ জন এ চিকিৎসা সেবায় অংশ নেন। – See more at: