ভালুকা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মত বিনিময়
রোববার (২৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ঐতিহ্যবাহী ভালুকা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন ময়মনসিংহ জেলার স্বনামধন্য জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী। মত বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এলাকার উন্নয়ন মূলক কর্মকান্ড, বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয় সমূহের চিত্র, নাগরিক জীবনের সমস্যাগুলো তুলে ধরে সাংবাদিকদেরকে সাহসিকতার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান।
ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মালেক খান উজ্জলের সঞ্চালনায় মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা, ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আহসান তালুকদার, ভাষা সৈনিক মোস্তফা এম.এ মতিনের কন্যা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, পৌর মেয়র ডা. একে এম মেজবাহ্ উদ্দিন কাইয়ুম, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু, ভালুকা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মফিজুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন খান মিলন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত হোসেন, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন- অর- রশিদ, ভালুকা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আঃ রউফ ভালুকা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান তরফদার, সহ- সভাপতি এম,এ সামাদ, সাধারণ সম্পাদক এম এ মালেক খান উজ্জল, সহ-সম্পাদক আলী আকবর সাজু, ক্রীড়া সম্পাদক মোবাশ্যারুল ইসলাম সবুজ, দপ্তর সম্পাদক তমাল কান্তি সরকার, সাহিত্য সম্পাদক আসাদুজ্জামান সুমন, কার্যকরী সদস্য ফিরুজ খান, রতন রায়, হাদিকুর রহমান হাদিস, মনিরুজ্জামান মনির, সদস্য আব্দুল আওয়াল ঢালী, রফিকুল ইসলাম রফিক, আলমগীর হোসেন, মনির খান, আবুল বাশার শেখ, আক্কাছ আলী, জাহিদ হাসান, দীনা খান, মাইন উদ্দীন, জোনায়েদ শাহরিয়ার খান, রফিকুল ইসলাম প্রমুখ।
পরে ভালুকা প্রেসক্লাব এর পক্ষ থেকে জেলা প্রশাসককে সম্মননা স্মারক প্রদান করা হয়। এ সময় ভালুকা প্রেসক্লাব এর সদস্য দৈনিক আমার সংবাদ এর ভালুকা প্রতিনিধি কবি আবুল বাশার শেখ তার লেখা কবিতার বই-৩ জেলা প্রশাসকের হাতে শুভেচ্ছা স্বরূপ তুলে দেন।
এর আগে বিকেলে ভালুকা উপজেলা পরিষদ চত্বরে মহান একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা সৈনিক মোস্তফা এম.এ মতিন স্মরণে ৮দিন ব্যাপী অমর একুশে বইমেলার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিহের জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী।