মিডিয়া দেশ-বিদেশ

ভালুকায় দুই দিন ব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা

সাংবাদিকতার মানবৃদ্ধির লক্ষে ভালুকায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  এস.এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে, উপজেলা প্রেসক্লাব  আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন করেন গাজী টেলিভিশন সহ-সম্পাদক সালাম ফারুক।
শুক্রবার (৪মার্চ) সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে প্রশিক্ষণ শেষে আয়োজিত  সনদ বিতরণ ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা, বিশেষ অতিথি ময়মনসিংহ পৌর মেয়র ইকরামুল হক টিটু ময়মনসিংহ জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি এহতেশামুল আলম, ভালুকা পৌর মেয়র ডাঃ আঃ কাইয়ূম, ভালুকা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আঃ রউফ, সখিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা- মাছরাঙা টেলিভিশনের সিনিয়র বার্তা সম্পাদক সজিব সাদিক, প্রেসক্লাব ভালুকার সভাপতি এবি এম জিয়া উদ্দিন বাশার, লেখক কলামিষ্ট লুৎফর চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ফোরাত প্রমূখ।
বক্তাগণ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রতি গুরুত্ব আরোপ করে প্রশিক্ষণে অংশ গ্রহণকারী  ৩০জন
সাংবাদিকদের মাঝে সনদ প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রেসক্লাবের কার্যকরি সভাপতি সফিউল্লাহ আনসারী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button