মল্লিকবাড়িসারা ভালুকা
ভালুকায় মল্লিকবাড়ী বাজারে অগ্নিকান্ডে ১৫ লাখ টাকার ক্ষতি

ভালুকা নিউজ ডট কম: ভালুকা উপজেলার মল্লিকবাড়ী বাজারে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আছমত আলীর মনোহারী দোকানে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। শনিবার (১২ মার্চ) সকাল ৮টার দিকে বাজারের লোকজন আগুন দেখতে পেয়ে প্রথমে তারা নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ভালুকা ফায়ার সার্ভিসকে খবর দিয়ে ফায়ার সার্ভিসের লোকজন প্রায় ১ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুরে ছাই হয়ে যায় বলে দোকান মালিক জানান।
মল্লিকবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ইদ্রিস আলী জানায়, ফায়ার সার্ভিসের লোকজন সময় মতো ঘটনাস্থলে উপস্থিত না হলে আগুন সারা বাজার ছড়িয়ে পড়তো। আর এতে করে বড় ধরণের ক্ষতি হওয়ার আশংকা ছিল।
ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ওয়ার হাউজ ইন্সপেক্টর রেজাউল করীম জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।