ভালুকায় স্কুল ছাত্রকে নির্যাতণের প্রতিবাদে মানববন্ধন
ভালুকা নিউজ ডট কম: ভালুকা উপজেলায় অস্টম শ্রেণীর ছাত্র সালমান রহমান রিত্তিককে নির্যাতণের প্রতিবাদ ও আসামী মাসুদকে গ্রেফতারের দাবিতে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রোববার (১৩ মার্চ) সকালে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী এই মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্বারকলিপি প্রদান করে।
উল্লেখ্য, ১০ মার্চ সন্ধ্যায় উপজেলার মেজরভিটায় অবস্থিত রফিক-রাজু কোচিংয়ের অস্টম শ্রেণীর শিক্ষার্থীতানভীর অন্যান্য শিক্ষার্থীদের সাথে ঝগড়া লাগে। পাশে দাঁিড়য়ে থাকা পাইলট উচ্চ বিদ্যালয়ের অস্টম শ্রেণীর মেধাবী ছাত্র এবং রফিক-রাজু কোর্চি সেন্টারের শিক্ষার্থী সালমান রহমান রিত্তিক ঝগড়া থামাতে যায়। খবর পেয়ে তানভীরের পিতা মাসুদ রিত্তিককে বেধম মারপিট করে পাশের একটি পিলারের সাথে বেঁধে রাখে। পরে কোচিংয়ের শিক্ষকরা এসে তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় রিত্তিকের মা রুমা আক্তার বাদি হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।