ভালুকায় কৃষি ঋন আদায়ে গ্রাহকদের নিয়ে মহাক্যাম্প

বাংলাদেশ কৃষি ব্যাংক ভালুকা শাখা কৃষি ঋন আদায়ে ঋন গ্রহিতা ও উদ্যোক্তাদের নিয়ে মহাক্যাম্পের আয়োজন করে। মঙ্গলবার সকালে ভালুকা উপজেলা পরিষদ চত্বরের মুক্তমঞ্চে আয়োজিত এ উপলক্ষে এক সমাবেশের আয়োজন করা হয়।সমাবেশে বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ(দঃ) শাখার মুখ্য আঞ্চলিক পরিচালক রবিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ ঈসমাইল হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক এমএ ইউসুফ, মহাব্যাবস্থাপক মালেক নেওয়াজ, ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল আহসান তালুকদার, বাংলাদেশ কৃষি ব্যাংক ভালুকা শাখার ব্যাবস্থাপক মোঃ আজিজুর রহমান প্রমুখ।
সমাবেশ শেষে উদ্যোক্তাদের মধ্যে ঋন বিতরন ও পুরাতন ঋন আদায় করা হয়।আগামী বৃহস্পতিবার পর্যন্ত এ ঋন আদায় চলবে বলে জানান ব্যাংক সংশ্লিষ্ঠগন।