ময়মনসিংহ বিভাগের প্রথম ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন

ময়মনসিংহ সংবাদদাতা: বৃহত্তর ময়মনসিংহবাসীর প্রাণের দাবীতে প্রতিষ্ঠিত দেশের ৮ম বিভাগ ময়মনসিংহ বিভাগের প্রথম ডিআইজি হিসাবে যোগদান করলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পিপিএম । নতুন কর্মস্থলে যোগদান করেই তিনি রাজনৈতিক নেতা, বীরমুক্তি যোদ্ধা, সাংবাদিক ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের কাছে সহযোগিতা চেয়েছেন । তিনি ময়মনসিংহ বিভাগের প্রথম ডিআইজি হিসাবে যোগদান করে নিজেকে গর্বিত মনে করে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের ৮ম বিভাগ এই ময়মনসিংহকে অপরাধমুক্ত বিভাগ হিসেবে গড়ে তুলতে উপস্থিত রাজনৈতিক নেতা, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাসহ সকলের সহযোগিতা ও দোয়া চান ।
নতুন কর্মস্থলে যোগদেয়ার পর ময়মনসিংহবাসী উনাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানান। এসময় ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক এডভোকেট আলহাজ্ব জহিরুল হক খোকা, র্যাপিড এ্যকশন ব্যাটালিয়ান (র্যাব) ময়মনসিংহ ১৪ এর অধিনায়ক ল্যাফটেনেন্ট কর্নেল এনামুল আরিফ সুমন, ময়মনসিংহের পুলিশ সুপার মঈনুল হক, জামালপুরের পুলিশ সুপার মো: নিজাম উদ্দিন, শেরপুরের পুলিশ সুপার মেহেদুল করিম, নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী, ময়মনসিংহ পৌরসভার মেয়র মো: ইকরামুল হক টিটু, ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সভাপতি এডভোকেট আনিসুর রহমান খান, সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমীন কালাম, ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মো: মমতাজ উদ্দিন মন্তা, ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, ময়মনসিংহ জেলা জাসদের সাধারন সম্পাদক এডভোকেট আলহাজ্ব মো: সাদিক হোসেন, ময়মনসিংহ বিভাগীয় সংবাদপত্র পরিষদের আহবায়ক প্রদীপ ভৌমিক, যুগ্ন আহবায়ক মো: আজগর হোসেন রবিন, প্রেসক্লাব ময়মনসিংহের সাধারন সম্পাদক আলহাজ্ব মো: শামসুল আলম খান, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারন সম্পাদক আলহাজ্ব মো: রাবুল হোসেন, ময়মনসিংহ জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি এডভোকেট এবিএম নুরুজ্জামান খান, সাধারন সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, মহানগর আহবায়ক মোঃ ফখরুল হোসেন খোকন, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: নজরুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় রিপোর্টাস ক্লাবের সাধারন সম্পাদক মো: খায়রুল আলম রফিক প্রমুখ উপস্থিত ছিলেন।