প্রাণের বাংলাদেশস্কুল আঙিনা
ভালুকায় সানরাইজ প্রি- ক্যাডেট মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ীতে সানরাইজ প্রি- ক্যাডেট মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) সারাদিন ব্যাপী ক্রীড়া অনুষ্ঠানের পুরষ্কার বিতরনী শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলহাজ্ব সরদার মোহাম্মদ জাহাঙ্গীর কবির এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সাধারন সম্পাদক আলহাজ্ব এ বি এম সিদ্দিক। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম খান মানিক, মোঃ জসীম উদ্দীন, মোহাম্মদ ফিরোজ আহম্মেদ রতন, মোঃ ইদ্রিস আলী, মোঃ মাহবুব আলম, শাখাওয়াত হোসেন আবির, সরদার আলমগীর কবির, সাংবাদিক শফিকুল ইসলাম সবুজ, আলহাজ্ব আবু রায়হান কুটিন, বাচ্চু আহম্মেদ প্রমুখ।