ভালুকায় পাখিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ভালুকা উপজেলার হবিরবাড়ীতে পাখিরচালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) সারাদিন ব্যাপী ক্রীড়া অনুষ্ঠানের পুরষ্কার বিতরনী শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক মোঃ জসীম উদ্দীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ ইদ্রিস আলী। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চেয়ারম্যান উপজেলা পরিষদ ভালুকার আলহাজ্ব গোলাম মোস্তফা উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ শহীদুজ্জ্মাান, আলহাজ্ব এ.বি.এম সিদ্দিক, হাজী রফিকুল ইসলাম, জহিরুল হক বিল্লাল, খলিলুর রহমান, আলহাজ্ব আবুল কালাম আজাদ, তোফায়েল আহম্মেদ বাচ্চু, নুরুল ইসলাম খান মানিক, সাখাওয়াত হোসেন সেলিম, মাজাহারুল ইসলাম খান সোহেল, আসাদুজ্জামান (জামান ফকির) সহ ম্যানেজিং কমিটির সকল সদস্য বৃন্দ ।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের পাশাপাশি আমিনুল ইসলাম সাইফুল মাস্টার গান পরিবেশন করেন।