ভালুকাসারা ভালুকা

ভালুকায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

ময়মনসিংহের ভালুকায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত হয়েছে। উপজেলা স্মৃতিসৌধে ২৫ মার্চ রাত ১২ টা এক মিনিটে ৩১ বার তোপধ্বনি ও ফুলের তোরা দিয়ে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা, মডেল থানা পুলিশ, আওয়ামীলীগ, বি এন পি, জাতীয় পার্টি, প্রেসক্লাব, স্কুল কলেজ, সামাজিক ও সাস্কৃতিক সংগঠন,শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ৯ টায় ভালুকা ডিগ্রী কলেজ মাঠে উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তুফা জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের দ্বিতীয় পবের্র অনুষ্ঠান শুরু করেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, কামরুল আহসান তালুকদার, ভালুকা মডেল থার ওসি মামুন-অর-রশীদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, সহকারী কমিশনার ভূমি সাখাওয়াত হোসেন, পৌর মেয়র ডাঃ এ কে এম মেজবাহ্ উদ্দীন কাইয়ূম , শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী ও সুধীজন। পুলিশ, আনসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা কুঁচ কাওয়াজ ও শারিরিক কসরত প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। এ ছাড়াও শিশু কিশোরদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় এমপি ডাঃ এম আমান উল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ছাত্র ছাত্রীরা মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংর্বধিত করেন। শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button