ভালুকাভালুকা পৌরসভাসারা ভালুকা
তনু হত্যার বিচারের দাবিতে ভালুকা নাট্যগোষ্ঠীর মানববন্ধন
বহুল আলোচিত কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের মেধাবী ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবীতে বৃহস্পতিবার সকালে ভালুকা নাট্যগোষ্ঠী‘র উদ্যোগে এক মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে। ভালুকা-গফরগাঁও সড়কে ভালুকা প্রেসক্লাবের সামনে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন এ নেতৃত্ব দেন ভালুকা নাট্যগোষ্ঠীর সভাপতি ও ভালুকা প্রেসক্লাবে সভাপতি কামরুজ্জামান মানিক। এ সময় উপস্থিত ছিলেন সুরভী সাংস্কৃতিক সংস্থার সভাপতি এস.এম. শাহজাহান সেলিম, ভালুকা বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি শহর ঢালী, বিশিষ্ট নাট্যকার আনিছুর রহমান বাদল, বীরেন রায়। কর্মসুচীতে একাত্বতা প্রকাশ করে মানববন্ধনে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী ও স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।