ঢাকাবিভাগীয় খবর

সখীপুর-ভালুকা সংযোগ সড়কে যান চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

ভালুকা নিউজ ডট কম: সখীপুর- ভালুকা উপজেলার সংযোগ সড়কের কীর্ত্তণখোলা ধুমখালি বেইলী সেতুটির পাত ভেঙে যাওয়ার এক মাস পেরিয়ে সংস্কার না হওয়া ওই সড়কের যাতায়াতকারীদের  ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। ওই সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ হওয়ায় সখীপুর-ভালুকা উপজেলার সাথে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, প্রায় বিশ বছর আগে সখীপুর- ভালুকা- বাটাজোর সড়কে ধুমখালী খালের ওপর ওই বেইলী সেতুটি নির্মিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি মালবাহী ট্রাকসহ ওই সেতুর দু’টি লোহার পাত ভেঙে পড়ে। সেই থেকে সড়কে ভারী যানবাহন  চলাচল বন্ধ হয়ে যায়। ওই সড়ক  দিয়ে সখীপুর থেকে গাজীপুর, শ্রীপুর, ভালুকা, গফরগাঁও, ময়মনসিংহ এবং সীডস্টোর হয়ে রাজধানী শহরে লোকজন যাতায়াত করে থাকে।  প্রতিদিন এ সড়ক দিয়ে সিএনজি, প্রাইভেট, মাইক্রোবাস, মিনিবাস, ট্রাক, পি-ক্যাপ ভ্যান ও ব্যাটারী চালিত অটোরিক্সাসহ অসংখ্য যানবাহন চলাচল করে থাকে। এ ছাড়াও ময়মনসিংহ থেকে পূর্বাঞ্চলের লোকজনের সখীপুর আসার একমাত্র সড়কও এটি। ওই সড়কের অর্ধেকটা ভেঙে পড়ায় বাকী অংশ দিয়ে ঝুঁকি নিয়ে কোন রকমে সাধারণ মানুষ পায়ে হেঁটে, সাইকেল ও মোটরসাইকেল করে চলাচল করছেন। সখীপুর উপজেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আজহারুল ইসলাম বলেন, সেতুটি সংস্কার না করায় সখীপুর থেকে ময়মনসিংহের কাচামালসহ ব্যবসায়ীক যোগাযোগ বন্ধ রয়েছে।

ওই এলাকার বাসিন্ধা কেজিকে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিউর রহমান বলেন, ওই সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন যাতায়াত করে থাকেন। দীর্ঘদিনে সেতুটি সংস্কার না হওয়ায় চলাচলকারীদের ১০ কিলোমিটার ঘুরে সখীপুর আসতে হচ্ছে।

এ ব্যাপারে সখীপুর উপজেলা প্রকৌশলী মো. মোবারক হোসেন খান বলেন, সেতুটি সংস্কারের জন্য প্রতিবেদন তৈরি করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ এলেই সংস্কারের কাজ শুরু করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button