প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বীরমুক্তিযোদ্ধা মো: চাঁন মিয়া কমান্ডার
গত ৩১ মার্চ ভালুকা নিউজ ডট কমে প্রকাশিত ‘নৌকার কান্ডারী হতে চায় রাজাকার পুত্র মাখন’ শিরৈানামে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে (০৪ এপ্রিল)এক লিখিত বক্তব্যে বলেম-তার জানামতে আ: মোতালেব খান (তারা) ০৬নং ইউনিয়নের বাশিল গ্রামের বাসিন্দা।বংশগতভাবে পুর্ণ আওয়ামীলীগ পরিবার।তার ছেলে বালা মাষ্টার ভাওয়ালিয়াবাজু যুদ্ধে একজন প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে অংশগ্রহন করেন।তিনি আরো বলেন-১১নং রাজৈ ইউনিয়নের দায়ীত্বে তিনি কমান্ডার হিসেবে ছিলেন।এবং মেজর আফছার উদ্দিন আহম্মেদ প্রেরিত ২৩জন লোকের একটি তালিকা পান।তাতে ৫জন রাজাকার,১৮জন শান্তি কমিটির সদস্য ছিলেন।এই তালিকায় তারা চেয়ারম্যানের নাম নাই।তিনি বক্তব্যে আরো বলেন-তারা সাহেবকে তিনি মুক্তিযোদ্ধা হেডকোর্য়াটার ঢালূয়া মেজর সাহেবের অফিসে আসতে দেখেছেন।এবং তারা মিয়া খানকে যুদ্ধাপরাধী বলার প্যশ্নই আসেনা বলেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।এসময় মল্লিকবাড়ী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমন্ডের আহবায়ক মো:আশরাফ আলীসহ মুক্তিযোদ্ধা,আলহাজ আমানউল্লাহ খান মাখন ও তার পরিবারের সদস্য এবং সাংবাদিকগন উপস্থিত ছিলেন।