অর্থনীতি

দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে

২০১৫-১৬ অর্থ বছরে বাংলাদেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ০৫। মাথাপিছু আয় ১ হাজার ৪৬৬ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ১৪ হাজার ৫০৭ টাকা। গত অর্থবছরে মাথাপিছু আয় ছিল ১ হাজার ৩৬২ মার্কিন ডলার।

মঙ্গলবার শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকসূত্রে এ তথ্য জানা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

বাজেটে জিডিপির লক্ষ্যমাত্রা ছিল ৭ শতাংশ। তবে এবার সে লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। যা কোনো নির্বাচিত সরকারের আমলে এটাই রেকর্ড জিডিপি। তবে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৬-২০০৭ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ৭ দশমিক ০৬ শতাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button