জাতীয়ঢাকা

ইবতেদায়ী মাদরাসা সরকারী করনের দাবীতে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন

ঢাকা প্রতিনিধি: মাদরাসা শিক্ষাবোর্ড নিয়ন্ত্রিত প্রাথমিক(প্রাইমারী স্কুল সমমান ) শিক্ষা প্রতিষ্ঠান যা ইবতেদায়ী মাদরাসা হিসেবে সারা দেশে পরিচালিত হচ্ছে। ইবতেদায়ী শিক্ষকদের সংগঠন বাংলাদেশ আওয়ামী ইবতেদায়ী শিক্ষকলীগের আয়োজনে গত শুক্রবার ইবতেদায়ী মাদরাসা সরকারী করনের দাবীতে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।সংগঠনের সভাপতি হাফেজ মাও:মো:আলী আজম সিকদারের সভাপতিত্বে সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তব্য ও দু:খের কথা তুলে ধরেন সাধা:সম্পাদক মাও:মো: ইকবাল হোসেন।এসময় সারাদেশ থেকে ইবতেদায়ী শিক্ষকগন অংশগ্রহন করেন।লিখিত বক্তব্য থেকে জানাযায়-প্রাথমিক স্তরে দু‘ধরনের শিক্ষা ব্যবস্থায় পরিচালিত হচ্ছে একটি সাধারন অপরটি মাদরাসা।প্রাথমিক মাদরাসা শিক্ষা তথা ইবতেদায়ী শিক্ষা একজন শিশুর চরিত্র গঠন ও ধমীর্য় মুল্যবোধ তৈরীতে সহায়ক এবং এই ব্যবস্থাকে আধুনিকিকরন করাও জরুরী বলে বক্তব্যে বলা হয়।
উপস্থিত শিক্ষকদের বক্তব্যে জানাযায়-নুন আনতে পান্তা ফুরোয় যাদের তাদের আরেক নাম ইবতেদায়ী শিক্ষক।কষ্টের মধ্য দিয়ে তারা সরকার কর্তৃক নিয়োগ প্রাপ্ত হয়েও,সরকারী প্রাইমারী স্কুলের মতো নিয়ম মেনে,শিক্ষার্থীদের সরকার কর্তৃক বিনামুল্যের বই বিতরণ করে,পাঠদান অব্যহত রেখে সমাপনী পরীক্ষায় অংশ গ্রহন করে আসছেন।অথচ অতীব দুঃখের এবং পরিতাপের বিষয় এসব ইবতেদায়ী শিক্ষকগন তাদের শ্রমের সঠিক মূল্যায়ন থেকে বঞ্চিত ।একদেশে দুই নিয়মের শিকার হওয়া স্বতন্ত্র ইবতেদায়ী ও সংযুক্ত ইবতেদায়ী শিক্ষক-কর্মচারীর মানবেতর জীবনযাপন করছেন যা কোন স্বাধীন ও সভ্য দেশে কাম্য নয়।এই বৈষম্য থেকে দ্রুত উত্তরণের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে সমান মূল্যায়ন ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা গুলোর জন্য আলাদা প্রাথমিক শিক্ষা মন্ত্রনালয়ের মতো মন্ত্রনালয় স্থাপন বা প্রাথমিক শিক্ষা মাধ্যম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এনে ইবতেদায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একই নীতিমালায় বিন্যস্ত করে বৈষম্য দুর করার বিষয়ে বক্তারা সরাকারের প্রতি জোর দাবী জানান।উল্লেখযোগ্য দাবীগুলো হলো-সকল ইবতেদায়ী মাদরাসার জাতীয়করন,প্রাথমিক শিক্ষা অধীদপ্তরের ন্যায় ইবতেদায়ী মাদরাসাঅধীদপ্তর গঠন,পিটিআই এর মতো ইবতেদায়ী টিচার্স ট্রেনিং ইনসইটটিউট গঠন,সংযুক্ত/স্বতন্ত্র মাদরাসার শিক্ষার্থীদেরকে উপবৃত্তি প্রদান,প্রত্যেক মাদরাসায় ৫জন শিক্ষক ও একজন দপ্তরির পদ সৃষ্টি,সকল ইবতেদায়ী মাদরাসাকে সরকার প্রাইমারী স্কুলের ম্যানুয়াল ভিত্তিক কার্যাবলি অন্তর্ভুক্ত করন,শিক্ষা উপকরন প্রদান এবং বাস্তবায়নে পদক্ষেপ গ্রহন,পরিত্যক্ত ইবতেদায়ী মাদরাসার মন্জুরি এবং নবায়ন করা ও প্রাইমারী স্কুল শিক্ষকদের নতুন স্কেল অনুযায়ী ইবতেদায়ী শিক্ষকদেরও স্কেল প্রদান করতে হবে।
ইবতেদায়ী মাদরাসা সরকারী করনের দাবীতে বিভিন্ন সময় বঞ্চিত শিক্ষক-কর্মচারীরা আন্দোলন করেছেন।তাদের দাবী আদায়ে ধৈর্যের সাথে সহনশীলভাবে তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং যতদিন দাবী আদায় না হবে তারা সোচ্চার থাকবেন বলেও জানান।এ সময় অন্যান্যের মধ্যে মাও:মফিজুল ইসলাম,ডা: মো:সিরাজুল ইসলাম,কুতুবউদ্দিনসহ শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।পরবর্তীতে শান্তিপুর্ণ আন্দোলনে সকল ইবি শিক্ষকদের অংশগ্রহনের আহবান জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button