ভালুকায় যুবলীগের নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদককে সংবর্ধ্বনা
ভালুকা উপজেলা যুবলীগের নবগঠিত কমিটির সভাপতি ভালুকা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, আনিছুর রহমান খান রিপন ও বিনা প্রদিন্ধীতায় নির্বাচিত উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এজাদুল হক পারুলকে বিশাল গণসংবর্ধ্বনা প্রদান করা হয়। ভালুকা বাসষ্ট্যান্ড শহীদ স্মৃতি সৌধ চত্ত্বরে বিশাল সংবর্ধ্বনা অনুষ্ঠানে স্থানীয় এমপি ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডা.এম আমান উল্যাহ’র সভাপতিত্বে, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, ভালুকা পৌর মেয়র ডা.এ.কে.এম মেজবাহ উদ্দিন কাইয়ূম, সংবর্ধ্বিত যুবলীগের সভাপতি আনিছুর রহমান খান রিপন ও বিনা প্রদিন্ধীতায় নির্বাচিত উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল। গণসংবর্ধ্বনা অনুষ্ঠানে উপজেলার সকল ইউনিয়ন পর্যায়ের সভাপতি/সাধারণ সম্পাক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। এর আগে ময়মনসিংহের সিমান্ত নাসির গ্লাসের সামনে থেকে হবির বাড়ী ইউনিয়ন যুবলীগ সভাপতি আবু সাঈদ ও সাধারন সম্পাদক তোফায়েল আহম্মেদ বাচ্চু’র নেতৃত্বে প্রায় দুই হাজার মটরসাইকেল র্ লীর মধ্যদিয়ে বরণ করেন, এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,যুবলীগ নেতা আলহাজ্ব আবুল কালাম আজাদ,মিজানুর রহমান নয়ন,মাহবুবুল আলম,মফিজুর রহমান (ছোট ভাই) আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, আলহাজ্ব জিয়াউল হক স্বপন,জহিরুল হক বিল্লাল,এস এম আমিনুল ইসলাম মফিজ,সরদার আলমগীর কবির,ছালাম মোল্লা,মনির হোসেন,প্রমুখ