কবিতাসাহিত্য সাধনা
পহেলা বৈশাখ

- আবুল বাশার শেখ
বাংলা নববর্ষ বলি
আনন্দ উৎসবে চলি,
হৃদ মাঝে স্বপ্ন বুনি
রঙ বেরঙের হুলি।
পহেলা বোশেখ
হাসি খুশি মন,
ছেলে আর বুড়ো
মিলনের ক্ষণ।
রমণীর সাঁজ
গান উৎসব,
চারদিকে তাই
শুধু কলরব।
গ্রাম্য মেলা
শহুরে খেলা,
মিলে মিশে
শুধুই চলা।
তবুও বৈশাখ
বাংলার ঘরে ঘরে,
আনন্দ উৎসবে
টিকে আছে যুগ ধরে।
ছোটদের বড়দের সকলের
পহেলা বৈশাখ আমাদের।