ভালুকায় বিদ্যুতের দাবিতে দুই ঘন্টা মহাসড়ক অবরোধ
ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের শিল্পাঞ্চলখ্যাত স্কয়ার মাস্টারবাড়ীতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে এলাকার সাধারণ জনগণ প্রায় দুই ঘন্টা ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পরে স্থানীয় প্রশাসনের হস্তেেপ অবরোধ তুলে নেয় জনগণ।
জানা যায়, পল্লী বিদ্যুতের ধারাবাহিক লোডশেডিং এর কারণে স্কুল কলেজগামী ছাত্রছাত্রীদের লেখা-পড়ায় ব্যাঘাত, বাসা বাড়ি দোকান পাটের ইলেকট্রনিক্স জিনিস নষ্ট সহ নানা রকম সমস্যায় জর্জরিত জনগণ অতিষ্ঠ হয়ে পড়ায় শুক্রবার (২২ এপ্রিল) বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত হাজার হাজার ভোক্তভোগী জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় রাস্তার দুপাশে কয়েক হাজার যানবাহন আটকে পড়ে। খবর পেয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ ও উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদার ঘটনাস্থলে এসে আন্দোলন রত জনতাকে বিদ্যুতের জন্য আশস্ত করলে জনগণ তাদের অবরোধ তুলে নেন।