ভালুকাসারা ভালুকা
ভালুকায় যুবলীগের পথসভা
“জাতির জনকের আদর্শকে লালন করে দেশ গড়তে প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুবলীগ সব সময় পাশ রয়েছে আগামী দিনে থাকবে” যুবলীগ নেতাকর্মীদের উদ্যেশ্যে ২৩ এপ্রিল শনিবার সকালে ভালুকার জামিরদিয়া তেপানান্তরে উপজেলা যুবলীগ আয়োজিত সংবর্ধনা ও পথ সভায় এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ অধ্যাপক ডাঃ এম আমান উল্লাহ এমপি, সাবেক এমপি চয়ন ইসলাম, কেন্দ্রীয় যুবলীগের সাধারন সম্পাদক হারুনুর রশীদ, উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, ভালুকা উপজেলা যুবলীগ সভাপতি আনিসুর রহমান খান রিপন, সাধারন সম্পাদক এজাদুল হক পারুল প্রমুখ। পরে তিনি জামালপুর জেলা যুবলীগের সম্মেলনের উদ্দেশে ভালুকা ত্যাগ করেন।