সারা ভালুকাহবিরবাড়ি
ভালুকার হবিরবাড়ীতে গরু চুরি
ভালুকায় পর পর দুই রাতে এক ব্যক্তির ৬ টি গরু চুরি করে নিয়ে গেছে একটি সংঘবদ্ধ চুরেরদল। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উপজেলার জামিরদিয়া গ্রামে।
ক্ষতিগ্রস্ত ব্যক্তি জানান, শনিবার রাতে উপজেলার জামিরদিয়া গ্রামের হাজি তমিজ উদ্দিনের ছেলে আবুল কালামের গোয়াল ঘরের দরজা ভেঙে একটি সংঘবদ্ধ চুরেরদল একটি বাছুরসহ প্রায় ৬০ হাজার টাকা মূল্যের গাভীটি চুরি করে নিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত আবুল কালাম জানান, কিছুদিন পূর্বে একই কায়দায় তার আরো চারটি গরু চুরি হয়ে যায়। যার বর্তমান বাজার মূল্য দুই লাখ টাকা।