ঢাকাবিভাগীয় খবর

আন্তর্জাতিক মিডিয়ায় সমকামী পত্রিকার সম্পাদক হত্যা

ঢাকা: দুর্বৃত্তদের চাপাতির কোপে জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব রাব্বী তনয় নিহত হওয়ার খবর আন্তর্জাতিক গণমাধ্যম ফলাও করে প্রকাশ করেছে। এসব মিডিয়াতে জুলহাজ ‘বাংলাদেশের একমাত্র সমকামী ম্যাগাজিন ‘রূপবান’ এর সম্পাদক’ এই বিষয়টিই বেশি গুরুত্ব পেয়েছে। প্রায় প্রতিটিতেই সংবাদের শুরুতেই ছিল জুলহাজের সমকামী পত্রিকা ও মার্কিন দূতাবাসের সাথে সাথে সম্পৃক্ততার কথা বলা হয়েছে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি হেডলাইন করেছে ‘বাংলাদেশের সমকামী সম্পাদককে কুপিয়ে হত্যা’। মার্কিন ক্যাবল সংবাদ সিএনএনের হেডলাইন ছিল ‘বাংলাদেশের রাজধানীতে মার্কিন দূতাবাসের কর্মীকে কুপিয়ে হত্যা’।

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের হেডলাইনে বলেছে, ‘বাংলাদেশে দুইজনকে কুপিয়ে হত্যা’। ‘বাংলাদেশে সমকামী কর্মীসহ দুইজনকে কুপিয়ে হত্যা’-এ শিরোনাম করেছে ভারতের টাইমস অব ইন্ডিয়া।

ইন্ডিপেনডেন্ট দিয়েছে, ‘বাংলাদেশের প্রথম সমকামী ম্যাগাজিনের সম্পাদককে কুপিয়ে হত্যা’। দ্যা গার্ডিয়ান জানিয়েছে, ‘বাংলাদেশের প্রথম সমকামী ম্যাগাজিনের সম্পাদক খুন’।

নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, ‘বাংলাদেশি সমকামী ম্যাগাজিনের সম্পাদককে কুপিয়ে হত্যা।’ ‘বাংলাদেশের সর্বপ্রথম সমকামী পত্রিকার সম্পাদককে কুপিয়ে হত্যা’ এমনটা বলেছে- ব্রিটিশ গণমাধ্যম মিরর।

সোমবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় কলাবাগানের বাসার সামনে জুলহাজ মান্নান ও তার বন্ধু তন্ময় মজুমদারকে কুপিয়ে হত্যা করে আততায়ীরা। জুলহাজ বাংলাদেশের প্রথম সমকামী ম্যাগাজিন ‘রূপবান’ এর সম্পাদক ছিলেন। তিনি বাংলাদেশের মার্কিন দূতাবাসের কর্মীও ছিলেন।

২০১৪ সালের জানুয়ারি মাসে রূপবান ম্যাগাজিনের আত্মপ্রকাশ ঘটে। বাংলাদেশের মতো মুসলিমপ্রধান দেশে এ ধরনের পত্রিকা প্রকাশ নিয়ে তখনই ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। দেশের আলেমরা এটি নিষিদ্ধ করারও দাবি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button