ভালুকায় আ’লীগের প্রার্থী পরিবর্তণ: মিষ্টি বিতরণ
ভালুকায় ৪ জুন অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে আ’লীগের প্রার্থী পরিবর্তণের খবরে কর্মী-সমর্থকদের মাঝে মিষ্টি বিতরণের ঘটনা ঘটেছে। এ নিয়ে দুই প্রার্থীর কর্মী-সমর্থকসহ সাধারণ ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৮ এপ্রিল অন্যান্য ইউনিয়নের মতো উপজেলার শিল্পএলাকা ১০ নম্বর হবিরবাড়ি ইউনিয়নে সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের ছেলে তোফায়েল আহমেদ বাচ্চুকে মনোনীত করে কেন্দ্রে তালিকা পাঠানো হয়। কিন্তু বহু লবিংগ্রোপিংয়ের পর মঙ্গলবার দুপুরে এলাকায় খবর আসে তোফায়েল আহমেদ বাচ্চুকে বাদ দিয়ে আরেক হেভিওয়েট প্রার্থী হাজী রফিকুল ইসলামের নাম অর্ন্তভূক্ত করে তালিকা চুড়ান্ত করা হয়েছে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে রফিকুল ইসলামের কর্মী-সমর্থকদের মাঝে ব্যাপক উল্লাসের সৃষ্টি হয় এবং তারা এলাকায় মিষ্টি বিতরণ করেন। এ ব্যাপারে হাজী রফিকুল ইসলাম এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।