মল্লিকবাড়িসারা ভালুকা
ভালুকার বিদ্যুৎস্পৃষ্ঠে যুবকের মৃত্যু
ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ঠে হয়ে আশরাফুল ইসলাম (৩২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ মে) দুপুরে উপজেলার ধামশুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের ধামশুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম পানি তোলার মোটরে বিদ্যুতের সংযোগ দিতে যান। এ সময় অসাবধানতাবসত তিনি পল্লীবিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় আশরাফুলকে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।