পানামা পেপারস অনলাইনে, আছে বাংলাদেশিও
ঢাকা: বহুল আলোচিত পানামা পেপারস কেলেঙ্কারির নথি এবার প্রকাশ করা হয়েছে অনলাইনে। যেখানে বাংলাদেশি ও ব্যাবসায়ীদের তালিকাও রয়েছে। গতকাল সোমবার মধ্যরাতে দুই লাখের বেশি কোম্পানি ও ব্যক্তির নাম প্রকাশ করে অনুসন্ধানী সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন আইসিআইজে।
ওই ওয়েব ঠিকানায় বাংলাদেশের বেশ কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম পাওয়া গেছে। কিন্তু ওই সব ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আইসিআইজের ওয়েবসাইটে প্রতিবেদনে বলা হয়, মোসাক ফনসেকার নথিতে বিশ্বের ২০০টি দেশের ২ লাখ ১৪ হাজার ব্যক্তির টাকা পাচারের নথি আছে। এসব ব্যক্তির মধ্যে ১৪০ জন রাষ্ট্র ও সরকারপ্রধান এবং রাজনীতিকের নাম রয়েছে। এসব ব্যক্তি বিশ্বের ২১টি কর রেয়াত পাওয়া অঞ্চলে পাঠানো টাকায় গড়ে তুলেছেন তথাকথিত ব্যবসায়িক প্রতিষ্ঠান।
পানামাভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান মোসাক ফনসেকার ফাঁস হওয়া নথি থেকে জানা গেছে, বিশ্বের ধনী ও ক্ষমতাশালী ব্যক্তিরা নামে-বেনামে অফশোর কোম্পানি খুলে কর ফাঁকি দিয়ে বিদেশে অর্থ পাচার করেছেন। আর এর মধ্য দিয়ে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। মোসাক ফনসেকার ১ কোটি ১৫ লাখ গোপন নথি ফাঁসের খবর পাওয়া যায় গত ৪ এপ্রিল। এ ঘটনা বিশ্বব্যাপী পানামা পেপারস কেলেঙ্কারি নামে পরিচিতি পেয়েছে।
মোসাক ফনসেকার ওই নথি থেকে জানা যায়, বিভিন্ন দেশের ৭০ জনের বেশি রাষ্ট্র ও সরকারপ্রধান বা তাঁদের স্বজনেরা কর ফাঁকি দিয়ে অর্থ পাচার করেছেন দেশের বাইরে। শুধু রাষ্ট্র বা সরকারপ্রধানেরাই নন, বিনোদন বা খেলাধুলার জগতের মহাতারকা থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী ও রাজনীতিক এমনকি দাগি অপরাধীরাও একইভাবে অর্থ পাচার করেছেন।