ভালুকা প্রেসক্লাবের পক্ষ থেকে এসিল্যান্ডকে বিদায় সম্বর্ধনা
ভালুকা উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সাখাওয়াত হোসেনকে বিদায় সম্বর্ধনা প্রদান করেছে ভালুকা প্রেসক্লাব। সোমবার (৯ মে) সন্ধায় ভালুকা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ভালুকা প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুজ্জামান মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল আহসান তালুকদার। প্রেসক্লাব সাধারন সম্পাদক এমএ মালেক খান উজ্জলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, ভালুকা প্রেসক্লাবের সহসভাপতি আতাউর রহমান তরফদার, সাবেক সভাপতি এসএম শাহজাহান সেলিম, সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান, সাবেক সভাপতি মোঃ মাইনউদ্দিন, ক্লাব সদস্য মোঃ রফিকুল ইসলাম রফিক, সাদিকুর রহমান তালুকদার, এম এ ছামাদ মিয়া প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ শহিদুজ্জামান, ক্লাব কর্মকর্তা ও সদস্য যথাক্রমে মুখলেছুর রহমান মনির, শাহ হাছান আলী, আলমগীর হোসেন, এমএ সবুর বাকীবিল্লাহ, মোবাশ্যারুল ইসলাম সবুজ, রতন রায়, আঃ ওয়াদুদ, আসাদুজ্জামান সুমন, ফিরুজ খান, আওলাদ হোসেন রুবেল, আবুল বাশার শেখ, রফিকুল ইসলাম, কামরুল আরেফিন, শফিকুল ইসলাম সবুজ প্রমুখ। আলোচনা সভা শেষে বিদায়ী এসিল্যান্ড সাখাওয়াত হোসেনকে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন ক্লাব কর্মকর্তারা। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল আহসান তালুকদার ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহন করায় ভালুকা প্রেসক্লাবকে ধন্যবাদ জানিয়ে বলেন- সাধারন মানুষের জন্য ভালুকা প্রেসক্লাব সর্বদা পাশে থাকবে এ প্রত্যাশা সকলের। তিনি বলেন ত্রুটি হলে সমালোচনা করবেন কিন্তু ভাল কাজের যেন স্বীকৃতি আসে সেদিকেও নজর রাখতে হবে। সম্বর্ধনা জ্ঞাপন করায় প্রশাসনের পক্ষ থেকে ভালুকা প্রেসক্লাবকে তিনি ধন্যবাদ জানান। বিদায়ী এসিল্যান্ড সাখাওয়াত হোসেন তাঁেক দেয়া ভালুকা প্রেসক্লাবের সম্মানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরনে রাখবেন বলে উল্লেখ করেন।