বিভাগীয় খবরময়মনসিংহ

ভালুকা উপজেলা নির্বাহী অফিসারকে বিভাগীয় কমিশনার সম্মাননা প্রদান

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার সম্মাননা ২০১৬ পেয়েছেন ভালুকা উপজেলার নির্বাহী অফিসার মোঃ কামরুল আহসান তালুকদার। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও নারী উন্নয়নসহ বিভিন্ন সামাজিক খাতের উন্নয়নে সফল সমন্বয় ও বাস্তবায়ন এবং জনবান্ধব দাপ্তরিক পরিবেশ সৃষ্টিতে প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়। এ নিয়ে তিনি তৃতীয় বারের মতো এই পুরষ্কার অর্জন করলেন। এর আগে তিনি ঢাকা বিভাগে সেরা ইউএনও এবং ময়মনসিংহ জেলায় সেরা ইউএনওর পুরষ্কার অর্জন করেন। বিভাগীয় কমিশনারের আয়োজনে এক অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম শুক্রবার (১৩ মে ) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে  ইউএনওর হাতে ওই সম্মাননা সনদ ও ক্রেষ্ট তুলে দেন।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে  ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, জি.এম.সালেহ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রনালয়ের সচিব নাছিমা বেগম, এনডিসি মন্ত্রী পরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও উন্নয়ন) এন এম জিয়াাউল আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের যুগ্মসচিব (প্রশাসন) মোঃ আনোর হোসেন, ময়মনসিংহ রেঞ্জের ডি.আই.জি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পিপিএমসহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল আহসান তালুকদার তাঁর প্রতিক্রিয়ায় বলেন, আমাকে এই পুরষ্কার দেওয়ায়, আমি অত্যান্ত আনন্দিত। তিনি বলেন, কাজের স্বীকৃতির মধ্যদিয়ে আরেকটি ভালকাজের উৎসাহ সৃস্টি হয়। মাননীয় বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক মহোদয়ের সহযোগীতা ও দিকনির্দেশনা ছাড়া আমার পক্ষে কিছুই করা সম্ভব ছিলনা, কাজেই আমার যা কিছু অর্জন তা তাঁদের জন্যই। তিনি বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button