সাহিত্য সংবাদসাহিত্য সাধনা
সেলিনা রশিদের বইয়ের মোড়ক উম্মোচনে কে এম শফিউল্লাহ

ভালুকায় কবি সেলিনা রশিদের “স্বপ্নের প্যালেস”, “বেঁচে আছি একান্ত গ্রহে” ও ‘পুষ্প বিকাশ’ নামের তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। ১৪ মে শনিবার সকালে প্রধান অতিথি হিসাবে বই তিনটির মোড়ক উম্মোচন করেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অবঃ) কেএম শফিউল্লাহ। এ উপলক্ষে কবি সেলিনা রশিদের বাসবভন ওটার হাউজে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব লেখক সাংবাদিক হারুন হাবিব, ম. হামিদ, অধ্যাপক আবুল কালাম আজাদ পাটৌয়ারী, কর্ণেল (অবঃ) আনোয়ারুল আলম শহীদ, নিরাপত্তা বিশ্লেষক আবদুর রশিদ শিকদার, ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কে এম আবুল হোসেন খান মিলন, সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম প্রমুখ।