জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২০ মে (শুক্রবার) থেকে ৩ জুন (শুক্রবার) পর্যন্ত এসব কর্মসূচি পালিত হবে। রোববার দুপুর সোয়া ১২টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কর্মসূচির বিস্তারিত বর্ণনা দেন। ঘোষিত কর্মসূচির মধ্যে ৩০ মে ভোর ৬টায় নয়াপল্টন দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত করা ও কালো পতাকা উত্তোলন করা হবে।
এছাড়া ওই দিন সকাল ১০টায় শেরে বাংলা নগরস্থ জিয়ার সমাধিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের নেতাকর্মীদের নিয়ে পুষ্পমাল্য অর্পন করবেন।
৩১ মে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলেচনা সভা ও ঘোষিত দিনগুলোর মধ্য দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন নানা কর্মসূচি পালন করবে বলে জানানো হয়।
এর আগে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন।