বজ্রপাতকে জাতীয় দুর্যোগ ঘোষণা
বজ্রপাতকে জাতীয় দুর্যোগ ঘোষণা করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
মায়া বলেন, এ বিষয়টি জাতিসংঘের পরবর্তী জলবায়ু সম্মেলনে ওঠানো হবে।
মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণতার জন্য বাংলাদেশে বজ্রপাতে হতাহতের ঘটনা বেশি ঘটছে। আগে বছরে ২/১ জন মারা যেত। সম্প্রতি মারা গেছে ৮১ জন, যা উৎকণ্ঠার। এ নিয়ে সরকার নতুন করে ভাবছে। বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে করণীয় নির্ধারণ করা হচ্ছে।
ত্রাণমন্ত্রী বলেন, এর মধ্যে বজ্রপাতে যাদের মৃত্যু হয়েছে তাদের ১০/১৫ হাজার টাকা দেওয়া হয়েছে। একে জাতীয় দুর্যোগ ঘোষণা করায় নাগরিকদের সহায়তা দেওয়া যাবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত সচিব মো. শাহ কামাল বলেন, এ বিষয়ে সচেতন করতে একটি প্রচারপত্র প্রস্তুত করেছে মন্ত্রণালয়। সামনে জুম্মার দিনে মসজিদের খতিবরা এই প্রচারপত্র মুসল্লিদের পড়ে শোনাবেন। অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও এ প্রচারপত্র দেওয়া হবে।