ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের ফুলপুর উপজেলার বাগুন্দায় মঙ্গলবার বিকেলে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর ওই সড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদ হোসেন চৌধুরী জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা সার্ভিসের একটি যাত্রীবাহী বাস বাগুন্দায় এলে বিপরীত দিক থেকে হালুয়াঘাটগামী ইমাম সার্ভিসের অপর একটি দ্রুতগতির বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।ঘটনাস্থলেই শ্যামলী বাংলা বাসের হেলপার আল-আমিন (২৫) মারা যান। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহাম্মেদ জানান, খবর পেয়ে ময়মনসিংহ ও ফুলপুর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, পুলিশ ও স্থানীয়রা কমপক্ষে ৫০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে ২০ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও ৩০ জনকে ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, পুলিশ ঘটনাস্থল থেকে বাস দুটি আটক করেছে।