ভালুকার পাড়াগাঁওয়ে বাগানের কাঠাল রাতের আধাঁরে কেটে ফেলেছে দূষ্কৃতিকারীরা
ভালুকা উপজেলার পাড়াগাঁও বড়চালা গ্রামের তিনটি বাগান থেকে রাতের আঁধারে তিন শতাধিক কাঠাল কেটে মাটিতে ফেলেছে দূষ্কৃতিকারীরা। রোববার রাতে উপজেলার পাড়াগাঁও বড়চালা এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাগান ক্রয়কারি বেপারি ও বাগান মালিক জানান।
ক্ষতিগ্রস্ত বাগান মালিক ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাড়াগাঁও গ্রামের আব্দুল লতিফ ক্বারী, দুলাল মিয়া, ছমেদ আলী ও আব্দুল লতিফের চারটি বাগানের দুই হাজার গাছের কাঠাল সম্প্রতি ১২ লাখ টাকায় কিনে নেয় স্থানীয় বেপারী আব্দুস ছালাম, তোফায়েল আহমেদ ও জহুর উদ্দিন এবং পর্যায়ক্রমে তারা বাগান থেকে কাঠালগুলো কেটে নিচ্ছে। রোববার রাতে দূষ্কৃতকারীরা তিনটি বাগান থেকে প্রায় তিন শতাধিক কাঠাল কেটে মাটিতে ফেলে দেয়। এতে বেপারীদের প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বাগান মালিক ও বেপারী তোফায়েল জানান, ইতোমধ্যে অল্প কিছু কাঠাল কেটে নিয়ে বিক্রি করা হয়েছে। রাতের আঁধারে তিন শতাধিক কাঠাল কেটে মাটিতে ফেলে নষ্ট করে ফেলায় তারা এখন ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন।
এ দৃশ্য দেখতে এলাকার শত শত উ্ৎসুক জনতাকে ভীড় করতে দেখা যায়।