বাংলাদেশ জাতীয় দলের বলিং কোচের দায়িত্ব ছাড়লেন স্ট্রিক
ভালুকা নিউজ ডট কম: অবশেষে বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন হিথ স্ট্রিক। ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন জিম্বাবুয়ের সাবেক এই অধিনায়ক।
বিষয়টি নিশ্চিত করে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এতদিন ভেতরের খবর জানতাম না। সে পদত্যাগপত্র জমা দিয়েছে। এখন আর কিছু করার নেই।’
২০১৪ সালে স্ট্রিকের সঙ্গে ২ বছরের জন্য চুক্তি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।তার চুক্তিটি ছিল দৈনিকভিত্তিতে।
উল্লেখ্য, কিছুদিন আগে ভারতীয় পত্রিকা দ্য হিন্দু জানায়, ভারতের জাতীয় ক্রিকেট একাডেমিতে বোলিং কোচের জন্য আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের বোলিং কোচ হিথ স্ট্রিক। তাতে নাকি ইতিবাচক সাড়াও দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড।
এরপরেই এ নিয়ে কথা বলেন ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি জানান, ‘স্ট্রিক যেহেতু আনুষ্ঠানিকভাবে এ নিয়ে আমাদের কিছু জানায়নি, তাই আমরাও নতুন কাউকে প্রস্তাব দেইনি।’
তবে এরপরেও আগে থেকে বোলিং কোচ নিয়োগের ব্যাপারে নিজেদের পছন্দের কথা জানান তিনি। যেখানে রয়েছেন চম্পকা, আকিব, ভাস, প্রসাদসহ আরও ২-৩ জন। তবে প্রসাদ ইতোমধ্যেই বাংলাদেশের বোলিং কোচ হতে আগ্রহী নন বলে একগণমাধ্যমকে জানিয়েছেন।