সারা ভালুকাহবিরবাড়ি

ভালুকার হবিরবাড়ি ইউনিয়নের নির্বাচন স্থগিত

ভালুকা নিউজ ডট কম: ভালুকা উপজেলার ১০ নং হবিরবাড়ি ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে। সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতায় মামলা হওয়ায় হাইকোর্টের নির্দেশে ওই ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়।
13244792_739955116146022_9145332405941156416_n
শনিবার (২৮মে) বিকেলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম উপজেলার ১০ নং হবিরবাড়ি ইউনিয়নের নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিতি করে বলেন, ৪ জুন থেকে আগামী তিন মাসের জন্য ওই ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আর কিছু বলা যাবেনা।
গত বৃহস্পতিবার দুপুরে এলাকায় এ খবর ছড়িয়ে পড়ার পর প্রার্থীরা তাদের প্রচারণা বন্ধ করে দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button