ঘরের ছেলে মুস্তাফিজ ঘরে ফিরছে
ভালুকা নিউজ ডট কম: গত ১৯ মে তিনি শেষবারের মতো নিজের বাড়ি ছেড়েছিলেন মুস্তাফিজ। এবার চারমাস পর ঘরের ছেলে ঘরে ফিরছে। আর সঙ্গে করে নিয়ে যাচ্ছে সাফল্যের ডালা। শনিবার শাহজালাল বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটেই রওয়ানা দেন তিনি ।
যশোর বিমানবন্দরে তার জন্য যে কয়েকশ মানুষ অপেক্ষা করছে তাকে বরণ করে নিতে, সেটা হয়তো নিজেও জানতেন না।অপেক্ষায় ছিলো তাঁর বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনসহ অনেকেই ।
মুস্তাফিজ তাঁর অনুভূতির কথা জানান,পুরো গ্রাম ধরে বিমানবন্দরে চলে এসেছে। আমার কল্পনাতেও ছিলো না এসব। মানুষের এই ভালোবাসা ধরে রাখতে চাই।’
বিশ্বাস করা কষ্ট গত কয়েক এক মাস আগে এই ছেলেকে কেউ ঠিক ভাবে চিনতো না আজ তাকে বরন করতে কত মানুষের অপেক্ষা।
মুস্তাফিজুর রহমান একমাত্র ক্রিকেটার তিনি ওয়ানডে ও টেস্ট অভিষেকে পাঁচ উইকেট তুলে নিয়ে বিশ্বরেকর্ড গড়েন।
শুধু তাই নয়, তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ ১৩ উইকেট নিয়েও রেকর্ড গড়েন তিনি।