ভালুকায় ইভটিজিং ও মাদক বিরোধী প্রচারনা
ভালুকায় মাদক ছেড়ে কলম ধরি , সুস্থ সুন্দর সমাজ গড়ি শ্লোগানকে সামনে নিয়ে সোমবার (৩০মে) দুপুরে ভালুকা মডেল থানার উদ্যোগে ভালুকা সরকারী বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের মাঝে ইভটিজিং ও মাদক বিরোধী প্রচারনা চালানো হয়েছে । ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন-অর- রশিদ এর সভাপতিত্বে প্রচারনা অনুষ্ঠান আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কমকর্তা কামরুল আহসান তালুকদার। এ সময় অন্যানের মাঝে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাইফুল ইসলাম , বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ শফিউল আলম , বান্দিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী খান প্রমুখ । পরে মডেল থানার অফিসারের মোবাইল নাম্বার সম্বলিত ইভটিজিং ও মাদক বিরোধী ক্লাশ রুটিন ও ক্যালেন্ডার বিতরন করা হয় । পর্যায়ক্রমে উপজেলার সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০ হাজার ছাত্র ছাত্রীর মাঝে ওই সচেতনতামূলক ক্লাশ রুটিন ও ক্যালেন্ডার বিতরন করা হবে ।