ধর্ম

মাহে রমজান:নৈতিকতা শিক্ষার আদর্শ সময়-সফিউল্লাহ আনসারী

ইসলাম শান্তির ধর্ম।ইসলাম শুধু একটি ধর্ম নয়,ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান।আর রমজান মাস হলো সকল মাসের মধ্যে সর্বোত্তম। অসাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করার জন্য ধর্মীয় মূল্যবোধকে সমুন্নত করতে উত্তম চরিত্র ও আদর্শ নৈতিকতার বিকল্প নেই।এ কারনেই ইসলামে নৈতিকতার গুরুত্ব সবচেয়ে বেশী।আমরা জানি-পূণ্যাবলী সঠিক বিকাশ ও উৎকর্ষতা সাধনই হলো নৈতিকতা। সংজ্ঞায়িত করলে-নৈতিকতা হলো কোন ব্যক্তির মধ্যে এমন আচরণ-যা অপরের প্রতি ক্ষমা ও মার্জনা,উদারতা ও দানশীলতা,ধৈর্য,বিনয় ও নম্রতা-ভদ্রতা ইত্যাদি গুণে গুণান্বিত হওয়া।সামাজিক সম্প্রীতিতে মানুষের প্রেম-প্রীতি, ভালবাসা,সহমর্মিতা,সহানুভূতি আর স্নেহ-মমতাকে বাড়িয়ে তুলতে সহনশীলতা ও নৈতিকতাবোধ জরুরী।নৈতিকতাবোধকে জাগ্রত করতে সর্বাগ্রে প্রয়োজন শিক্ষার।আর সেই শিক্ষা হওয়া চাই ইসলামিক ও নৈতিকতাকে সমুন্নত করে এমন।শিক্ষার বিষয়ে ইসলামে রযেছে নির্দেশনা। সৃষ্টিকর্তা আল্লাহ বলেছেন- ইকরা বা পড়!তোমার প্রভুর নামে,যিনি তোমাকে সৃষ্টি করেছেন’(আলাক্ব ৯৬/১)।রাসূল (সা.)বলেন,‘প্রত্যেক মুসলিমের উপর জ্ঞান অর্জন করা ফরয’(ইবনু মাজাহ/২২৪; মিশকাত হা/২১৮,সনদ-ছহীহ)।এতেই বুঝা যায় শিক্ষার বিকল্প নিই।শিক্ষাই নৈতিকতা অর্জনের শক্তি,যার মাধ্যমে মানুষ ভালো-মন্দের পার্থ্যক্য জানতে পারে,বুঝতে পারে সে অনুযায়ী জীবন গঠন করতে পারে। প্রকৃতার্থে জ্ঞান অর্জনের দ্বারাই মানুষ সত্য-মিথ্যার, ন্যায়-অন্যায়ের মাঝে পার্থক্য করতে পারে।নৈতিকতার অন্যতম বিষয় হলো উত্তম চরিত্র ও সত্যবাদিতা।এ বিষয়ে বিশ্ব নবী(সা.)এর হাদিস-ইবনে মাসঊদ রা. থেকে বর্ণিত যে,নবী কারীম সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ“নিশ্চয় সত্যবাদিতা পুণ্যের পথ দেখায় আর পুণ্য নিয়ে যায় জান্নাতের পানে।নিশ্চয় মানুষ যখন সর্বদা সততা অবলম্বন করে,তখন আল্লাহর কাছে তাকে সত্যবাদি বলে তালিকাভুক্ত করা হয়। আর মিথ্যা অবশ্যই পাপাচারের পথ দেখায়।এবং পাপাচার জাহান্নাম পানে নিয়ে যায়। মানুষ মিথ্যা বলতে বলতে আল্লাহর কাছে মিথ্যাবাদী হিসাবে তালিকাভুক্ত হয়।”(বুখারী ও মুসলিম)।আমাদের মাঝে রহমত,মাগফিরাত ও নাজাতের পসরা নিয়ে আবার হাজির হয়েছে পবিত্র-বরকতময় মাস রমজান।আর এই রমজান মাসই হতে পারে আমাদের জন্য উত্তম চরিত্র গঠন ও নৈতিকতাকে বাস্তব জীবনে প্রতিষ্ঠিত করার।পাশাপাশি আমরা একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে সমাজে ধর্মীয় মূল্যেবোধকে সমুন্ন করতে পারি যাতে রাষ্ট্রীয়-সামাজিক মন্দ স্রোতকে বাধা দিয়ে ইসলামী আদর্শে সুস্থধারার নৈতিকতাকে সমাজের মানুষের মাঝে সমুন্নত করবে।আসুন আমরা রমজানের পবিত্রতা রক্ষার সাথেই আমাদের সন্তানদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করি এবং আদর্শ চরিত্রবান নৈতিক সুস্থতায় পরিবার ও সমাজ গড়ে তুলি।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button